জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন জনাব নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক ।
- ফারিয়া আাক্তার ৮ম- বাংলা রচনা ১ম
- মারিয়া আাক্তার ৯ম- নির্ধারিত বক্তৃতা ১ম
- সামিয়া বিনতে ইসলাম ১০ম জারি গান ১ম
- তাওহিদ তওসিফ মজুমদার ৭ম বিতর্ক ১ম
২০২৩ সালের আমাদের অর্জন সমূহ
উপজেলা পর্যায়—–
২) বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন – বাংলাদেশ স্টাডিস (প্রথম)
৩) ৭ই মার্চের ভাষণ – ক- গ্রুপ (প্রথম) ৪) ২৬শে মার্চ রচনা প্রতিযোগিতা
আমাদের অর্জন সমূহ
তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১
নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকিরিখিল গ্রামের কৃতি সন্তান মাহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক রায়কোট উত্তর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মাষ্টার রফিকুল ইসলামকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উদ্যেগে ২৩ জানুয়ারী শনিবার কেন্দ্রীয় কচি কাচার মেলা সেগুন বাগিচা ঢাকায় অসম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করনীয় শীর্ষক গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপ্রতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি এ্যাডভোকেট শামসুল হক টুকু এম,পি। বিশেষ অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ড: মোহাম্মদ জকরিয়া, ডি আইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীর জাদা শহীদুল হারুন প্রমুখ। এ্যাডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তিনি শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য প্রধান শিক্ষক হিসেবে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে মাহিনী উচ্চ বিদ্যালয় ২০১৮ সালে ও ২০১৯ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। করোনা কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সরকারী সিদ্ধান্তের সাথে সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান এবং শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের লেখা পড়ার খবরা খবর নেয়া, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে ব্যক্তিগতভাবে যোগাযোগের ফলে এবং ভালো ফলাফলের কারণে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরষ্কৃত হয়। তিনি রায়কোট উত্তর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ সমাজের ও এলাকার জনগনের সমস্যা সমাধান, উন্নয়ন সহ শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা কালীন সময়ে তিনি ব্যাক্তিগত উদ্যেগে এবং সরকারী অনুদানে মানুুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করেছেন। তিনি রায়কোট উত্তর ইউনিয়নের মানুষের মাঝে অম্লান হয়ে থাকবেন।
নাঙ্গলকোটের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাহিনী উচ্চ বিদ্যালয়
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে মাহিনী উচ্চ বিদ্যালয়। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদের নিকট থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন। জানা যায়, বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষার জন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে। বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে এস এস সির ফলাফলে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৭ সালে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার বলেন, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব যাতে অব্যাহত থাকে আমাদের সে চেষ্টা অব্যাহত থাকবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মজুমদার বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি এবং অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিঠা উৎসব ১৬ ফেব্রুয়ারি ২০১৯
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মাহিনী উচ্চ বিদ্যালয় শনিবার দিনব্যাপী মাহিনী উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব হয়েছে। উৎসবে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী জামাই পাগল পিঠা, ডিমের লুকোচুরি পিঠা, হৃদয় হরণ পিঠা, চিতল পিঠা, ডালের পিঠা, নকশি পিঠাসহ বিভিন্ন পিঠা নিয়ে অংশ নেয়।এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক রেজাউল হক ভূঁইয়া, আবু তাহের ভূঁইয়া, নিজাম উদ্দিন, নাছির উদ্দিন, মলয় কৃষ্ণ ঘরামী, মানিক চন্দ্র মজুমদার, মাসুদ আলম মিয়াজী প্রমুখ।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।