MAHINI HIGH SCHOOL
MAHINI BAZAR, NANGALKOT, CUMILLA,
শেখ রাসেল ডিজিটাল ল্যাব
মাহিনী উচ্চ বিদ্যালয় রয়েছে সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সারা পৃথিবীতে যেমন নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তেমনি গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে এখন প্রবর্তিত হচ্ছে স্মার্ট ক্লাসরুম। শিক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দক্ষ জনশক্তি গড়তে মাহিনী উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে । আমাদের কোমলমতী শিক্ষার্থীদেরকে অধিকতর দক্ষ করছে। ছাত্রজীবন থেকে শিক্ষার্থীদের প্রযুক্তিমনস্ক করে গড়ে তুলতে দেশের অধিকাং স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাবগুলোতে পর্যাপ্ত ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম, প্রজেক্টর, উচ্চগতির ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তি ডিভাইস দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষায় আইসিটি ব্যবহারের সুযোগ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সফটওয়্যারভিত্তিক ভাষা শিক্ষার প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণিভূমিকা পালন করছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সুসজ্জিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কোমলমতী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ব্যবহারিক পাঠদান সম্পন্ন করছে। শিক্ষার্থীদের কোমল হাতের স্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে ল্যাপটপগুলো। প্রতিটি শিক্ষার্থীর হাতের মধ্যেই শোভা পাচ্ছে মাউস। একেকটি মাউস যেন একেকটি স্বপ্ন। পুরো পৃথিবী যেন হাতের মুঠোয় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আলোয় আলোকিত হবে আমাদের প্রযুক্তির যুগ। দক্ষ জনশক্তি গড়তে ল্যাব অগ্রণিভূমিকা পালন করছে। এ সকল ডিজিটাল ল্যাব তথ্য-প্রযুক্তি, শিক্ষা সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে আইটি পারদর্শী দক্ষ জনশক্তি হিসেবে গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে এবং আইসিটি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত করছে।